করোনায় করণীয় বাংলা কবিতা
করোনায় করণীয়
ইব্রাহীম খলিলুল্লাহ
করোনা থেকে মুক্তি পেতে হলে
গুণাহযুক্ত নয় মুক্ত হতে হবে
এসো খাঁটি তাওবা করি সবে
ক্ষমার দুয়ার উন্মুক্ত আছে।
অশ্লীল গান বাজনা সিনেমা
ছেড়ে দাও আর দেখবেনা
মা জুয়ার আড্ডা খানা
শপথ কর আর যাবেনা।
নামায কালাম কুরআন পাঠ
আব থেকে দিবারাত্র আজ
করোনা থেকে বাঁচার হাতিয়ার
দোয়া তওবা ক্ষমা ইস্তেগফার।
নিশিরাতে খোদার দরবারে
নয়নের অশ্রু ফেলে রোণা করে
নফল নামাজ জিকির আজকারে
করোনা থেকে মুক্তি চাইতে হবে।
মসজিদ মাদ্রাসা ইবাদতখানা
গুণাহমুক্ত হওয়ার কারখানা
বন্ধ করে দিতে চায় যারা
করোনা ধরবে বাঁচবেনা তারা।
উস্তাদ তালিবানে ইলমের আর্তনাদ
ইমাম মুক্তাদী হৃদয়ের ফরিয়াদ
তুলে ধরবেন যব প্রভূ গফফার
নিশ্চয় নিবেন তুলে আজাব।
পাক পরিষ্কার সতর্কতা
অবলম্বন কর আমজনতা
রোগ নিরাময়কারী শেফাদাতা
শেফা দিবেন করোনা দাতা।
Comments
Post a Comment