রুখে দাঁড়াও

 রুখে দাড়াও

মো:ইব্রাহিম খলিলুল্লাহ 


অত্যাচারির লৌহ কপাট ভেঙে দিতে 

বেরিয়ে পড় তোমরা সবাই রণাঙ্গনে

ভীতুর মত আর থেকোনা বসে 

তোমরা সবাই বীর শ্রেষ্ঠ হবে। 


ফের দাড়াও মুজিব হয়ে 

ভাষণ দিবে রেসকোর্সে

গরীব দু:খির যারা রক্ত চোষে

বদলা নাও তোমরা সবে।


রুখে দাড়াও তোমরা সবাই 

কুরআন সুন্নাহ শাসন বানাই

ইসলামি শাসক বাদশা চাই 

ঐক্যবদ্ধ হও তোমরা সবাই। 


কুরআন বুকে খোদার নাম 

ভয় পেয়োনা দুর্ধর্ষ  আার

আল্লাহ আছেন তোমাদের সাথ

আল্লাহ ছাড়া হয়োনা নত আর।


মনে সাহস বুকে বল

কুরআন সুন্নাহ আকড়ে ধর

কুরআন সুন্নাহ গড়বো আজ 

এআশা নিয়ে বেরিয়ে পড়।


কুরআন সুন্নাহ গড়তে হবে

মোদের স্বাধীন বাংলাদেশে

কাপুরুষের মতো থেকোনা বসে 

বাঁচবে না হয় শহীদ হবে।

Comments

Popular posts from this blog

এসো আমল করি

আমাদের পণ বাংলা কবিতা