এসো আমল করি

 এসো আমল করি 

মো:ইব্রাহিম খলিলুল্লাহ 


আমি আল্লাহকে ভয় করি

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি

আমি আল্লাহ কে ভালোবাসি 

রোমযানের রোযা রাখি

নেক আমল বেশি করি

গুনাহ ছাড়ি তাড়াতাড়ি। 


নিশিরাতে বেশি রোণা করি

তাসবিহ জিকির কুরআন পড়ি

এসো সবে তওবা করি 

করোনা থেকে মুক্তি পাবি!


হররোজ তাহাজ্জুদ পড়ি

খোদার কাছে দোয়া করি

ফজর মাগরিব এশার পরে 

ইয়াছিন ওয়াকিয়া মূলক পড়ি

প্রত্যেক ফরজ নামায পরে 

আয়তাল কুরসি পাঠ করি


আল্লাহুম্মা আজিরনি মিনান্নার

ফজর মাগরিব পর পড়ি সাতবার। 


এক আল্লাহর গোলামী করি 

সুন্নত অনুযায়ী জীবন গড়ি 

হাদিস শিখি কুরআন পড়ি 

ইসলামি আইন মেনে চলি। 


কুরআন সুন্নাহই গড়বো দেশ 

আমাদের এই বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

রুখে দাঁড়াও